শুরুর কথা
বাংলাতে পদার্থবিজ্ঞান সহজ ভাষায় মজা করে শেখার জন্যই Physicspedia তৈরি করা। কিছু সংজ্ঞা আর সমীকরণ মুখস্ত করে পদার্থবিজ্ঞান শেখা যায়না। এটি শিখতে হলে পদার্থবিজ্ঞান ব্যবহার করে সমস্যা সমাধান করা শিখতে হয়। পদার্থবিজ্ঞানে ব্যবহার করা অনেক ইংরেজি শব্দ এত অধীকভাবে ব্যবহার করা হয় সেগুলি জোর করে বাংলা প্রতিশব্দ ব্যবহার করা হয়নি। কিছু কিছু শব্দের সরাসরি ইংরেজিই ব্যবহার করা হয়েছে আর কিছু কিছু শব্দের ইংরেজি প্রতিশব্দ আলাদাভাবে লিখে দেওয়া হয়েছে। এছাড়া খুঁজে পাওয়ার সুবিধার্তে পরিশিষ্টে ইংরেজি বর্ণানুক্রমিক সূচিপত্র যুক্ত করা হয়েছে।
এছাড়া পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান করার জন্য অংকে ভালোমতন দক্ষতা থাকা দরকার। এজন্য পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান করতে প্রয়োজন হয় এরকম বিষয়গুলি নিয়ে গানিতিক পদার্থবিজ্ঞান অধ্যায়টি সাজানো হয়েছে।
বিষয়াবলী
শুরুর কথা
Reviewed by Dayeen
on
এপ্রিল ২৫, ২০২০
Rating: